‘সিদ্ধান্ত’ নিতে আরও সময় নিলেন শুভেন্দু অধিকারী

রামনগরের মেগা শো ঘিরে রাজনৈতিক মহলে সর্বোচ্চ কৌতূহল তৈরি করলেও সিদ্ধান্ত নিতে আরও সময় নিলেন শুভেন্দু অধিকারী৷

বহুচর্চিত রামনগরে ‘মেগা শো’-র মঞ্চে দাঁড়িয়ে বৃহস্পতিবার দু-একটি ইঙ্গিতপূর্ণ বাক্য ছাড়া তেমন কিছুই বললেন না শুভেন্দু ৷ সাম্প্রতিককালে ‘অরাজনৈতিক’ মঞ্চেই একের পর এক সভা করে একাধিক জল্পনা ও বিতর্ক তৈরি করলেও এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, “সমবায় মঞ্চ থেকে রাজনীতির কথা বলা যায়না”৷ এদিন শুভেন্দুর স্বল্প সময়ের বক্তৃতার মধ্যে ইঙ্গিতপূর্ণ কথাও দু-একটি বলেছেন৷ তিনি বলেছেন, “আমি এখনও একটি রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য ৷ এখনও মন্ত্রিসভার সদস্য৷ সেই দলের নিয়ন্ত্রকরা আমাকে তাড়ায়নি, আমিও ছাড়িনি”৷ পাশাপাশি তিনি এটাও বলেছেন, “যতক্ষণ একটা দলে আছি, ততক্ষণ রাজনীতির কথা এভাবে প্রকাশ্যে বলা যায়না৷ ‘আন- এথিক্যাল’ কাজ আমি করিনা”৷ এরপর প্রশ্নও উঠেছে, এই ‘যতক্ষণ’-টা কতক্ষণ ?

‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ বৃহস্পতিবার সকালেই জানিয়েছিলো, এদিনের সভায় উত্তাপ ছড়ানো হলেও, কার্যকর কিছুই হবেনা৷ এই মেগা শো-তে হয়েছেও ঠিক তেমনই৷এদিনের ‘সমবায়ী’-মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু মূলত তাঁর সঙ্গে সমবায় আন্দোলনের দীর্ঘদিনের সম্পর্কের কথাই বারবার তুলে ধরেন৷ তার ফাঁকেই অবশ্য বলেছেন, ‘নীতি-আদর্শ বিসর্জন দিয়ে কাজ করা সম্ভব নয়৷ আমি বসন্তের কোকিল নই৷ শুধু ভোট চাই-ভোট দাও বলিনা৷
বক্তব্যের শেষে যথারীতি শুভেন্দু অধিকারী বলেছেন, “এই পান্তা খাওয়া মানুষটির পাশে আগের মতোই আপনারা থাকবেন, এই বিশ্বাস আমার আছে”৷ এদিনের সভায় ভিড়ও হয়েছিলো চোখে পড়ার মতো৷

আরও পড়ুন-গল ব্লাডারে স্টোনেই কাবু বিনয়: খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গে থেকেও বার্তা নেই রাজ্যপালের!

Previous articleলস্কর জঙ্গি হাফিজ সইদের ১০ বছর জেল পাক আদালতে
Next articleহাথরস কাণ্ড: গ্রেফতারির ৫০ দিন পর আইনজীবীর সঙ্গে কথা সাংবাদিকের