বিজেপির সঙ্গেই থাকবে AIADMK, শাহর সফরেই মাঝেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তামিলনাড়ু সফরের মাঝেই কেন্দ্র ও রাজ্যের শাসক দলের মধ্যে জোট অব্যাহত রাখার ঘোষণা। সামনের বছর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। পরপর দুবার এই রাজ্যে ক্ষমতায় প্রয়াত জয়ললিতার দল এআইএডিএমকে। শনিবার চেন্নাই যান অমিত শাহ। আর এদিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জানিয়েছেন, বিজেপির সঙ্গে আমাদের জোট অটুট থাকবে। আমরা কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের উন্নয়নমূলক কাজের সমর্থক। দুদলের মধ্যে বোঝাপড়াও মজবুত। রাজ্যে আমাদের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আগামী বিধানসভা ভোটে এআইএডিএমকে ও বিজেপির মধ্যে জোট অব্যাহত থাকছে।

সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে-র মধ্যে মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভম গোষ্ঠী নিজেদের মধ্যে মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হয়েছে। বিধানসভা ভোটে যথারীতি মূল লড়াই এআইএডিএমকে এবং ডিএমকে জোটের মধ্যে। ২০১১ ও ২০১৬ পরপর দুদফায় টানা দশ বছর ক্ষমতায় থাকার পরে এবার রাজ্যে বিরোধী ডিএমকে জোটের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ক্ষমতাসীন প্রয়াত জয়ললিতার দল। গত বছর লোকসভা ভোটেও দুর্দান্ত ফল করেছে ডিএমকে। স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকের জোটে আছে কংগ্রেস ও বামেরা। এই প্রথম তামিলনাড়ুতে এমন এক বিধানসভা নির্বাচন হতে চলেছে যেখানে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী জয়ললিতা ও করুণানিধি অনুপস্থিত। তাঁদের মৃত্যুর পর এবার রাজ্যের জনমত কোনদিকে থাকে তা দেখার অপেক্ষা।

আরও পড়ুন- শিক্ষায় রবীন্দ্রনাথ, সাহসিকতায় নেতাজি, প্রশাসনে মমতা: বিজেপিকে আক্রমণ কাকলির

Previous articleফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে টুইটে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের
Next articleঅরুণের পর এবার মালা, হোয়াইট হাউসে আরও মজবুত ‘ভারতীয় শিকড়’