করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে, ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

নতুন করে করোনার সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে। শীতের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এছাড়াও আরও একটি জেলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবে এই প্রতিনিধি দল।

হরিয়ানা, রাজস্থান, গুজরাত এবং মণিপুরের উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় দল পাঠানোর পর এবার রাজ্য ও কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

পশ্চিমবঙ্গের প্রায় পাঁচটি জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। আর এই কারণেই সেই সমস্ত জেলাতে যাবে এ কেন্দ্রীয় প্রতিনিধি দল। শীতের মধ্যেই এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বলেই জানানো হয়েছে। নবান্নর কাছেও এমনই বার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীর এই প্রতিনিধি দল এক সপ্তাহ রাজ্যের থাকবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টারে কীভাবে রোগীরা রয়েছেন, সেখানে কোভিড ওয়ার্ড-এর কী অবস্থা সব কিছু নেই পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নেবেন তাঁরা এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন-শুধু বাংলা নয়, একুশে দেশের ৫ রাজ্যে বাজবে নির্বাচনী ডঙ্কা, জানুন বিস্তারিত