ম্যাচ ফিক্সিং রুখতে জুয়া খেলাকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত, বললেন বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট

ম্যাচ ফিক্সিং রুখতে জুয়া খেলাকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। বহুদিন ক্রিকেটের সঙ্গে জড়িয়েছিলেন বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দিয়ে অনুরাগ বলেন, “আমাদের দেশে জুয়া খেলা হয় লুকিয়ে। আমার মতে, ভারতে আইনসম্মত করে দেওয়া উচিত জুয়া।”

বেসরকারি ব্যাঙ্কের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি উপদেষ্টা বিভাগের অস্থায়ী সদস্য নীলেশ শাহ। তিনি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন, ভারতে জুয়া খেলা আইনসম্মত করা যায় কি না। এর প্রেক্ষিতেই অনুরাগ ঠাকুর এই মত প্রকাশ করেন। বিভিন্ন দেশে জুয়া খেলা আইনসম্মত। অনুরাগ বলেন, “অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে জুয়া বেআইনি নয়। আমরা যদি ম্যাচ ফিক্সিং বন্ধ করতে চাই, তবে জুয়াকে আইনি স্বীকৃতি দেওয়া যেতেই পারে।” নীলেশ বলেন, “ভারতীয়দের মধ্যে জুয়া খেলার প্রবণতা রয়েছে। লাস ভেগাস, নেপাল, ম্যাকাওয়ের ক্যাসিনোগুলিতে ভারতীয়দের উপস্থিতি ভালই লক্ষ করা যায়। অনুরাগ আরও বলেন, জুয়া খেলা আইনসিদ্ধ হলে কর বাবদ ভারতের আয়ও বাড়তে পারে।

আরও পড়ুন-মানচিত্রে গোলযোগ, ভারতের আপত্তিতে প্রত্যাহার সৌদির নোট

Previous articleদৈনিক এবার ১২ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, খসড়া প্রস্তাব পেশ কেন্দ্রের
Next articleঅত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে