করোনা আবহে দুর্গাপুজোর মতোই অনলাইনে ইউটিউবে জগদ্ধাত্রী পুজো দেখাবে বেলুড় মঠ

মহামারি আবহের মধ্যেই বেলুড় মঠ সারদাপীঠে চলছে দেবী জগদ্ধাত্রীর আরাধনা। দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হচ্ছে মা সারদার প্রার্থনা কক্ষেই। নয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে হত পুজো। এ বছর করোনা পরিস্থিতিতে ফের প্রার্থনা কক্ষেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো।

দুর্গাপুজোর মতোই সমস্ত করোনা নিয়ম-বিধি মেনে রবিবার অষ্টমীর সন্ধেয় বেলুড় মঠে রামকৃষ্ণদেবের সন্ধে-আরতির পরে জগদ্ধাত্রী পুজোর অধিবাস হয়। একে দেবীর শুদ্ধিকরণ অনুষ্ঠানও বলা হয়।

আজ, সোমবার নবমীর সারা দিন চলবে মাতৃ আরাধনা। তিন বেলায় সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হবে। মঙ্গলবার সন্ধেয় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা বিসর্জন। তবে এবছর পুজো দেখার জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ।

তাই কেউ যাতে পুজো দেখা থেকে বঞ্চিত না হন, সে কারণে সকলকে দুর্গাপুজোর মতোই অনলাইনে ইউটিউবে পুজো দেখার অনুরোধ জানানো হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে।

আরও পড়ুন-দিলীপের সঙ্গে কথা হতেই অভিমান গলে জল বৈশাখী-শোভনের!

Previous articleফেসবুক ডটকম ডট বিডি’র দাম ৫১ কোটি টাকা, মামলা বাংলাদেশের আদালতে
Next articleনাবালিকা যমজ বোনদের ধর্ষণের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে