প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

ফের রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।প্রাথমিক টেট ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ২৩ নভেম্বর ২০২০। সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে মামলা করেছেন টেট উত্তীর্ণ এক পরীক্ষার্থী ৷  জরুরি ভিত্তিতে এই মামলার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।  শুক্রবার এই মামলার শুনানি হবে হাইকোর্টে।
২৩ নভেম্বর নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন । পর্ষদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, যে সমস্ত প্রার্থীরা চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণ হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন তারাও ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এর নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। ২০১৪ সালে যে সমস্ত প্রার্থীদের টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে রয়েছেন তাদের নথি যাচাই করা হবে।
এই মামলা জটে প্রাথমিক শিক্ষক নিয়োগে জটিলতা বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

Previous articleমালদহে ভারতের আইন চলে না: সায়ন্তন, প্রলাপ বকছেন: পাল্টা পুর প্রশাসক
Next articleমে মাসের পর তৃণমূলের নেতারা জেলে থাকবেন, বীরভূম থেকে হুঁশিয়ারি দিলীপের