তৃণমূল ছাড়তে চেয়ে ফেসবুকে পোস্ট মিহিরের, কবে অন্য দলে?

দল ছাড়তে চেয়ে এবার ফেসবুকে পোস্ট কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তবে, যোগ দিচ্ছেন কি পদ্মশিবিরে? সে বিষয়ে অবশ্য খোলসা করেননি তিনি।

আরও পড়ুন : উত্তরে ফের অস্বস্তি, নিজের কেন্দ্র ছাড়তে নারাজ তৃণমূল বিধায়ক

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলে ফেসবুকে পোস্ট করেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার, তিনি নিজের ওয়ালে লেখেন “তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চাই”। তবে বিধায়ক পদে কবে ইস্তফা দেবেন তা লেখেননি তিনি।

গত অক্টোবরের গোড়া থেকেই মিহির গোস্বামী দলের বিরুদ্ধে সুর চড়ান। এমনকী দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন। এই পরিস্থিতি তাঁর বাড়িতে যান বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এরপর বেশ কিছুদিন রীতিমতো ‘বেপাত্তা’ ছিলেন মিহির।

আরও পড়ুন : দিদির বার্তা নিয়ে বাড়িতে রবি, ‘আপ্লুত’ মিহির

শেষে দিন কয়েক আগেই তাঁর বাড়ি যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দলনেত্রীর বার্তাও দেন তিনি। ররি ঘোষ যাওয়ায় তিনি আপ্নুত বলে জানান তৃণমূল বিধায়ক। কিন্তু চিন্তাভাবনার পরে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই পোস্ট জানান তিনি। তবে, কবে তিনি অনয দলে যোগ দিচ্ছেন সে বিষয়ে স্পষ্ট করেননি। একইসঙ্গে বিধায়ক পদ ছাড়ার বিষয়েও কোনও মন্তব্য করেননি তিনি।

Previous articleভারত বনধে মিলেছে স্বতঃস্ফূর্ত সাড়া, দাবি সিপিএমের
Next articleবহিরাগত ইস্যুতে রাজ্যকে এক হাত নিলেন দিলীপ