Tuesday, August 26, 2025

বাংলায় আসাদউদ্দিনের সভার অনুমতি দিল না রাজ্য প্রশাসন

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। অন্যান্য প্রথম সারির দলগুলির পাশাপাশি বাংলা এবার কোমর বেঁধে প্রস্তুত হচ্ছে ‘অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন'(মিম)। ডিসেম্বরের শেষ সপ্তাহে মিমের শীর্ষ নেতা আসাদুদ্দিন ওয়েইসিকে মুর্শিদাবাদের সভা করানোর প্রস্তুতি নিচ্ছিল রাজ্যের মিম সংগঠন। তবে সেই সভা করার অনুমতি দিলো না রাজ্য প্রশাসন।

শনিবার দুপুরে মুর্শিদাবাদের সাগর দিঘিতে ইন্ডোর সভা করে যোগদান কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল মিমের রাজ্য নেতৃত্ব। এই খবর প্রশাসনের কানে পৌঁছতেই শুক্রবার রাতে মিমের জেলার নেতৃত্বকে তলব করে স্থানীয় থানা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় অনুমতি ছাড়া সভা করলেন কড়া পদক্ষেপ নেবে পুলিশ। এরপর বাধ্য হয়েই ওই সভা স্থগিত করে মিম নেতৃত্ব। এ প্রসঙ্গে স্থানীয় এক মিম নেতা জানান, আমরা তো ইন্ডোর কর্মসূচির জন্য সভা করতে চেয়েছিলাম। তার জন্য আবার অনুমতি লাগে নাকি! তাই স্থানীয় পুলিশকে কিছু জানাইনি। তবে পুলিশ সে অনুমতি দিল না। পাশাপাশি এক পুলিশ আধিকারিকের তরফে জানানো হয়েছে, শুধু মিম নয় ওইখানে কাউকেই সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন:নাগাল্যান্ডে মাটির তলায় “হীরে” মেলার পর এবার গোদাবরীর তীরে মিলছে “সোনা”!

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজ্যে দাঁত ফোটাতে শুরু করেছে আসাদউদ্দিন ওয়েইসির দল। সম্প্রতি বিহার নির্বাচনে পাঁচটি আসন দখল করার পর, মিমের নজর এখন বাংলা। জানা গিয়েছে, সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের মোট ১৮ টি আসনে এবার প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিম। সেই উপলক্ষেই বাংলার একাধিক জেলায় সভা করার প্রস্তুতি শুরু করেছে আসাদউদ্দিনের দল।

spot_img

Related articles

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...