Friday, August 22, 2025

ই-রিকশর চাকায় ওড়না আটকে ধড় থেকে ছিন্ন মুণ্ড

Date:

Share post:

আবারও ওড়নাই হয়ে উঠল মৃত্যু ফাঁদ। অসাবধানতার জেরে প্রাণ গেল বছর পঞ্চাশের প্রৌঢ়ার। ঘটনা বাঁশদ্রোনীর ব্রহ্মপুরের।

জানা গিয়েছে, ব্রহ্মপুর বাদামতলার সম্প্রীতি আবাসনের বাসিন্দা বছর পঞ্চাশের সবিতা মিস্ত্রি। এদিন বিকেলে ই-রিকশয় চেপে স্বামী ও বোনের সঙ্গে বাজারে যাচ্ছিলেন সবিতা। স্বামী পেশায় রঙ মিস্ত্রি নিরঞ্জন মিস্ত্রি। হঠাৎই সবিতা মিস্ত্রির চুড়িদারের ওড়না ই-রিকশর চাকাতে জড়িয়ে যায়। প্রথমে তিনি খেয়াল করেননি। ই-রিকশ তখন জোরেই চলছিল। এক সময় ওড়নাটি ফাঁস হয়ে ওই মহিলার গলায় আটকে যায়। এতে টাল সামলাতে না পেরে রিকশ থেকে নীচে পড়ে যান ওই মহিলা। কিন্তু রিকশ তখনও চলতেই থাকে। এভাবেই অনেকটা রাস্তা ওই মহিলাকে কার্যত টেনে-হিঁচড়ে নিয়ে যায় রিকশটি।

স্থানীয়রা জানিয়েছেন, তাঁদের চিত্কারেই বিষয়টি নজরে পড়ে সবিতা মিস্ত্রির স্বামী ও চালকের। ততক্ষণে সবটাই শেষ হয়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই মহিলাকে। মুণ্ড ধড় থেকে কার্যত আলাদা হয়ে গিয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। তারা রিকশচালক, মহিলার স্বামী ও বোনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কাছে তাঁরা জানিয়েছেন, সবার চোখের সামনে এক পলকে এই দুর্ঘটনা ঘটলেও কেউ কিছু করে উঠতে পারেননি। মহিলার ওড়নাটি সিনথেটিক হওয়ায় এক্ষেত্রে তা মৃত্যু নিশ্চিত করেছে বলে পুলিসের আনুমান। রবিবার তাঁর দেহের ময়নাতদন্ত হবে। শনিবার রাত পর্যন্ত এই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ রিকশটিকে আটক করেছে। অভিযোগ না থাকায় চালককে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন-আর এজেন্সি নয়, সরাসরি নবান্ন থেকে বেতন পাবেন রাজ্যের ঠিকা কর্মীরা

spot_img

Related articles

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...