কৃষি আইনের প্রতিবাদে এবার এনডিএ ছাড়ার হুমকি আরএলপির

এর আগে নয়া কৃষি আইনকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে এনডিএ ত্যাগ করেছে বিজেপির সবচেয়ে পুরনো জোটসঙ্গী শিরোমণি আকালি দল। দিল্লির চলতি কৃষক বিক্ষোভে তারাও অন্যতম শরিক। এবার কৃষি আইনের প্রতিবাদে উষ্মা প্রকাশ করল আরেক এনডিএ শরিক। কেন্দ্রে বিজেপির জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি হুমকি দিয়েছে, বর্তমান কৃষি আইন বাতিল করা না হলে তারাও এনডিএ ছেড়ে বেরিয়ে যাবে। ফলে কৃষক বিক্ষোভের পাশাপাশি এখন শরিক কাঁটায় বিদ্ধ মোদি-শাহের সরকার।

আরও পড়ুন : কৃষক বিক্ষোভে সংহতি, লাগাতার প্রচার শুরু কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির

বিজেপির জোটসঙ্গী আরএলপির নেতা ও রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে বলেছেন, দেশজুড়ে কৃষকদের আবেগকে গুরুত্ব দিন। অবিলম্বে এই কালা কানুন রদ করুন। স্বামীনাথন কমিশনের প্রস্তাব বাস্তবায়িত করুন। বেনিওয়ালের দাবি, কেন্দ্রের উচিত সময় নষ্ট না করে কৃষকদের সঙ্গে আলোচনায় বসা ও তাঁদের আবেগকে মর্যাদা দেওয়া। প্রসঙ্গত, এনডিএর শরিক দল আরএলপির রাজনৈতিক সমর্থনের ভিত্তি কৃষকরা। তাই নিজেদের জনভিত্তি অটুট রাখতে বেনিওয়ালদের সামনে বিকল্প পথ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Previous articleডার্বি ম‍্যাচের হার ভুলে মুম্বই সিটিএফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল
Next articleআলিমুদ্দিনে এসে কঙ্কালকাণ্ড ফাঁস করার হুমকি দিয়ে মেদিনীপুরের পথে সুশান্ত ঘোষ