আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ। এই চন্দ্রগ্রহণটি বৃষ এবং রোহিনী নক্ষত্রমণ্ডলে হতে চলেছে। পঞ্জিকা মতে, চন্দ্রগ্রহণের সময় ৩০ নভেম্বর দুপুর ১ টা বেজে ২ মিনিট শুরু হচ্ছে যা শেষ হবে বিকেল ৫ টা বেজে ২৩ মিনিটের মধ্যে। আমেরিকা, প্রশান্ত মহাসাগর, এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। কিন্তু টেলিস্কোপের মাধ্যমে কলকাতা, লখনউ, বারাণসী, ভুবনেশ্বর থেকেও দেখা যেতে পারে চন্দ্র গ্রহণ। মূলত, মেষ, মীন, কন্যা, বৃষ এবং কুম্ভ রাশির উপর প্রভাব ফেলবে এই গ্রহণ।

 

 

 

Previous articleদিল্লি ঘেরার হুমকি কৃষকদের, সমাধান খুঁজতে মধ্যরাতে জরুরি বৈঠক
Next articleপাশে ছিলাম-আছি-থাকব, ‘প্যাক আপ’ বিতর্কে জল ঢেলে শুভেন্দুর সমালোচনায় মদন