রাজ্যের শিক্ষকদের পক্ষে সওয়াল শমীকের

রাজ্যে শিক্ষকদের নিয়ে শাসকদলের মনোভাবকে এক হাত নিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য । তার অভিযোগ , যারা শিক্ষকদের নিয়মিত বেতন দেননি , বদলির ক্ষেত্রে অস্বচ্ছ নীতিকে হাতিয়ার করেছেন, এমনকি শিক্ষকদের নিজেদের জেলায় বদলিও প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছেন, তারাই আজ শিক্ষকদের দিয়ে কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এসএসকে , এমএসকে প্যারাটিচারদের সঙ্গে বিভিন্ন সময়ে আন্দোলনের সময় রাজ্যের শিক্ষামন্ত্রী বৈঠক করেছেন। কিন্তু সমস্যার সুরাহা হয়নি। অথচ এই শিক্ষকদের শেষপর্যন্ত তারা নির্বাচন প্রচারে নামানোর চেষ্টা করছে বলে কটাক্ষ করেন শমীক । শিক্ষকদের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিজেপি তাদের পাশে আছে এবং পুরো পরিবেশের বদল আনার পক্ষে বিজেপি লড়াই করবে বলে জানান তিনি।

Previous articleবহিরাগত নয়, এবার “ভূমিপুত্র”-কে তৃণমূল প্রার্থী করার আর্জি জানিয়ে বিতর্কিত পোস্টার বালিতে
Next articleনবান্নে মমতা- ত্বহা সিদ্দিকি বৈঠক, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা