নবান্নে মমতা- ত্বহা সিদ্দিকি বৈঠক, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি।

মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন ত্বহা। একুশের ভোটের আবহে হঠাৎই মমতা-ত্বহা বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নতুন অঙ্ক কষা শুরু হয়েছে৷

এক প্রতিনিধি দল নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান পীরজাদা৷ সূত্রের খবর, খানিকক্ষণ কথাও হয় তাঁদের৷ একইসঙ্গে ত্বহা মুখ্যমন্ত্রীর হাতে দেন একটি স্মারকলিপিও। জানা গিয়েছে, স্মারকলিপিতে ফুরফুরা শরিফ সংক্রান্ত একাধিক দাবির উল্লেখ রয়েছে। হাসপাতাল তৈরি হলেও তা চালু হয়নি, পানীয় জল সরবরাহ, পাকা নিকাশির ব্যবস্থা, আলোকজ্জ্বল -ফটক নির্মাণ ইত্যাদির কথা বলা হয়েছে এই স্মারকলিপিতে।

একুশের নির্বাচনে বাংলার মুসলিম ভোট নিয়ে হঠাৎই জল্পনা তৈরি করেছেন আসাদউদ্দিন ওয়াইসি৷ সংখ্যালঘু ভোট নিয়ে চর্চা এখন তুঙ্গে। অতীতে এই ভোটের বড় একটা অংশ সিপিএমের দখলে ছিলো। ২০১১ এবং তার পর মুসলিম সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছেন৷ বিহার ভোটে সাফল্যের পর বাংলার ভোটেও বাংলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে মিম-প্রধান ওয়াইসি। ঠিক এর পরেই এ রাজ্যের মুসলিম ভোট কোনদিকে যাবে, তা নিয়ে আলোচনা তুঙ্গে৷

রাজনৈতিক মহলের ধারনা, এদিনের মমতা-ত্বহা বৈঠকে বাংলার সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়েই প্রাথমিক আলোচনা হয়েছে৷

আরও পড়ুন- বহিরাগত নয়, এবার “ভূমিপুত্র”-কে তৃণমূল প্রার্থী করার আর্জি জানিয়ে বিতর্কিত পোস্টার বালিতে

Previous articleরাজ্যের শিক্ষকদের পক্ষে সওয়াল শমীকের
Next articleবিজেপি নারী–সুরক্ষা দিতে ব্যর্থ, আসছে তৃণমূলের ‘বঙ্গজননী’