রেকর্ড গড়লেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে ১২ হাজার রান করলেন তিনি। পিছনে ফেলে দিলেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে। সচিন তেন্ডুলকারের ১৭ বছরের রেকর্ড ভেঙ্গে দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ১২ হাজার রানের মালিক তিনি।

১২ হাজার রানের গন্ডি স্পর্শ করতেই বিরাটের মুকুটে নয়া পালক। এই রেকর্ড ছুতে বিরাটের লাগল মাত্র ২৫১ টি ম্যাচ এবং ২৪২ টি ইনিংস। সেখানে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকারের লেগেছে ৩০৯ টি ম্যাচ এবং ৩০০ টি ইনিংস।
বুধবার ক্যানাবোরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নামেন ভারতীয় দল। এদিন ম্যাচে রেকর্ড গড়ার পাশাপাশি অর্ধশতরান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৭৮ বলে ৬৩ রান করেন তিনি।
