“আমরা রাজীবপন্থী”, একেবারে শুভেন্দু স্টাইলে হাওড়া জুড়ে বনমন্ত্রীর পোস্টার ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী পর্বের মধ্যেই সম্প্রতি জল্পনা তৈরি করছেন রাজ্যের আরেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। একেবারে একই স্টাইলে। শুভেন্দুর মতোই “অরাজনৈতিক” কর্মসূচি, “ইঙ্গিতপূর্ণ” মন্তব্য, দলের কোনও একটা অংশের বিরুদ্ধে “বিস্ফোরণ”, “ক্ষোভ”, “পোস্টার-ফেস্টুন-ব্যানার”!
উত্তর কলকাতার শ্যামবাজারের পর এবার রাজীবের নিজের এলাকা হাওড়ার ডোমজুড়ে রাজ্যের বনমন্ত্রীর নামে অনুগামীদের পোস্টার ঘিরে চাঞ্চল্য। জোর জল্পনা।

আজ, সোমবার সকালে ডোমজুড়ের বাসিন্দারা দেখেন ৬ নম্বর জাতীয় সড়ক, শলপ বাজার এলাকায় এবং লালবাড়ি এলাকায় পোস্টার পড়েছে। রাজীবের ছবি দিয়ে কোথাও লেখা ”ছাত্র যুব নয়নের মণি”। আবার কোথাও ”স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক রাজীব ব্যানার্জি জিন্দাবাদ”, “আমরা দাদাকে ভালোবাসি”, “আমরা রাজীবপন্থী” ইত্যাদি।

রাজীব বন্দ্যোপাধ্যায়-এর ছবি দিয়ে পোস্টার পড়েছে নবান্ন চত্বরেও। যে রাস্তায় মুখ্যমন্ত্রীর দু’বেলা যাওয়া-আসা। সেখানে লেখা “অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে”, ”আমাদের অনুপ্রেরণা দাদা” ইত্যাদি। যা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

নবান্ন সংলগ্ন কোনা এক্সপ্রেস ওয়ের বিভিন্ন জায়গা-সহ হাওড়া ময়দান,পুরসভা চত্ত্বর, ড্রেনেজ ক্যানেল রোডে পোস্টারে পোস্টারে ছয়লাপ। বনমন্ত্রীকে জননেতার সঙ্গে তুলনা করেও পড়েছে পোস্টার। যদিও এই পোস্টারগুলি রাতের অন্ধকারে কে বা কারা লাগিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে পোস্টার নিয়ে শুভেন্দুর মতো রাজীব বন্দ্যোপাধ্যায়েরও কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।
অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দলের বিদ্রোহীদের নাম না করে কটাক্ষের সুরে বলেন, জঙ্গলে একজন “হুক্কাহুয়া” করলে অনেকেই সুর মেলায়!

আরও পড়ুন-বিপুল সমর্থন, কৃষকদের ডাকা বনধে ঐক্যের চেষ্টা বিরোধীদের

Previous articleবিপুল সমর্থন, কৃষকদের ডাকা বনধে ঐক্যের চেষ্টা বিরোধীদের
Next articleনারদকাণ্ডে ফের নোটিশ জারি ইডি -র, তালিকায় কে কে?