বনধ সমর্থনে ব্যাট হাতে পথে অশোক ভট্টাচার্য

কৃষকদের ডাকা ভারত বনধের দিনে শিলিগুড়িতে দেখা গেল ভিন্ন এক ছবি। সিপিআইএম বিধায়ক, বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য বনধের সমর্থনে মিছিলের পরে ক্রিকেট ব্যাট হাতে হিলকার্ট রোডে নেমে পড়েছেন।

আরও পড়ুন – একই দিনে জোড়া বনধের প্রভাব উত্তরবঙ্গের জনজীবনে

দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে খানিকক্ষণ ক্রিকেট খেলতে দেখা যায় তাঁকে। শুনশান হিলকার্ট রোডে পুলিশের গাড়ি, অ্যাম্বুল্যান্স ছাড়া দু-চাকার যান চলাচল করেছে। শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর রাজ্য মনোনীত প্রশাসক অশোক ভট্টাচার্যকে ক্রিকেট খেলতে দেখে রাস্তার পাশে ভিড় জমে যায়। তবে এক ওভারের বেশি তিনি খেলেননি।

বনধ সফল করতে দিন উত্তরবঙ্গের রাস্তায় সকাল থেকেই ছিলেন বনধ কর্মী-সমর্থকরা। তবে উত্তরবঙ্গের অন্য জায়গায় না হলেও মালদহে বিজেপির ডাকা বনধের সমর্থনে রাস্তায় নামেন দলীয় কর্মী-সমর্থকরা।

Previous articleভারত বনধ: রাজ্যে রাজ্যে একনজরে
Next articleমুখ্যমন্ত্রী কেজরিওয়াল ‘হাউস অ্যারেস্ট’! আপের অভিযোগ ওড়াল দিল্লি পুলিশ