ন‍্যু ক‍্যাম্পে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ

মঙ্গলবার মাঝরাতে ফুটবল বিশ্ব দেখতে চলেছে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ। উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম‍্যাচে বার্সেলোনার মুখোমুখি জুভেন্তাস। যার ফলে ইতিমধ্যে ফুটছে গোটা ফুটবল বিশ্ব।

আরও পড়ুন – একটি কিডনি নিয়ে সোনা জয় অঞ্জুর

গ্রুপ পর্বের প্রথম সাক্ষাতে জুভেন্তাসকে ২-০ গোলে হারিয়ে ছিল বার্সেলোনা। তবে সেই সময় মাঠে নামেননি সিআরসেভেন। করোনার কারনে সেই সময় মেসিদের বিরুদ্ধে খেলা হয়নি রোনাল্ডোর। তবে সময় বদলেছে। করোনাকে জয় করে মাঠে ফিরেছেন পর্তুগিজ তারকা। ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ৭৫০ গোল করে মাইলফলক ছুয়েছেন রোনাল্ডো। এবার ন‍্যু-ক‍্যাম্পে জিতে মধুর প্রতিশোধ নিতে মরিয়া তিনি।

আরও পড়ুন – সুইচ হিটের পক্ষে সৌরভ গঙ্গোপাধ্যায়

চ‍্যাম্পিয়ন্স লিগে ইতিমধ‍্যেই শেষ ১৬ তে পৌঁছে গেছে বার্সেলোনা এবং জুভেন্তাস। তাই গুরুত্বহীন চ‍্যাম্পিয়ন লিগের এই গ্রুপ পর্বের ম‍্যাচ নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা চর্চা। সৌজন‍্যে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই মুহুর্তে দুরন্ত ফর্মে রোনাল্ডো। অপরদিকে সেরকম ফর্মে নেই এলএমটেন। একে অপরকে সামনে পেলে তাঁরা যে জ্বলে ওঠেন, তা বলার অপেক্ষা রাখে না। আর এখন তা দেখতে মুখিয়ে গোটা বিশ্ব।

 

 

Previous articleপুলিশের নয়, বিজেপির শটগানেই মৃত্যু তাদের কর্মীর! দাবি সুব্রতর
Next articleএয়ারটেল পারল না, জিও-ই ২০২১-এ ভারতে 5G পরিষেবা আনতে চলেছে, ঘোষণা আম্বানির