Monday, August 25, 2025

জুনিয়র মির্ধার মৃত্যুর ঘটনায় এক ক্লাবকর্তার প্রাক্তন পুত্রবধূকে জেরা CBI-এর

Date:

প্রায় ৯ বছর আগে, ২০১১ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মির্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনায় কলকাতার একটি নামী ফুটবল ক্লাবের পূর্বতন কর্মকর্তার প্রাক্তন পুত্রবধূকে সিজিও কমপ্লেক্সে ডেকে বুধবার CBI জেরা করেছে। জুনিয়রের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছাড়া হয়।

আরও পড়ুন : পিছিয়ে গেল শুনানি, আপাতত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

কে জুনিয়র মৃধা? ব্রাজিলের ফুটবলার জুনিয়রে’র ভক্ত ছিলেন বরানগরের সমরেশ মৃধা। শখ করে তাই একমাত্র ছেলের নাম রেখেছিলেন জুনিয়র। পেশায় সফটওয়্যার ডেভলপার ছিলো জুনিয়র মৃধা।বরাহনগরের নিম্ন মধ্যবিত্ত বাড়ির জুনিয়র প্রেমে পড়েন মুনমুন-এর সঙ্গে। মুনমুনের আসল নাম প্রিয়াঙ্কা চৌধুরি। জুনিয়র জানতে পারেন মুনমুন আসলে বিবাহিত। ভাল নাম প্রিয়াঙ্কা চৌধুরি। মোহনবাগানের এক প্রাক্তন কর্তার পুত্রবধূ ছিল প্রিয়াঙ্কা। প্রেমের টানে সম্পর্ক এগোতে থাকে । ২০১১ সালের ১২ জুলাই রাত সাড়ে আটটার পর নিজের বাইক নিয়ে বেরিয়ে যায় জুনিয়র। তাড়াহুড়ো দেখিয়ে বাড়িতে জানিয়ে যায় সে, মুনমুন সঙ্গে দেখা করতে যাচ্ছে । ওইদিনই, ২০১১ সালের ১২ জুলাই বেলঘরিয়া এক্সপ্রেসের ধারে মৃত অবস্থায় পাওয়া যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মির্ধাকে। প্রথমে এটিকে নিছক দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল। ময়নাতদন্তের পর জানা যায়, তাঁকে পিছন থেকে গুলি করা হয়েছে। বুলেট উদ্ধার হয় শরীর থেকে।

বরাহনগর থানায় FIR হয় ১৩ জুলাই ২০১১। এরপর CID ঘটনার তদন্তে নামে ২০১৭ সালে। সল্টলেকের মুনমুনদের বাড়ির কাছের সিসিটিভি ফুটেজে দেখা যায় জুনিয়র মৃধা বাইক নিয়ে ঢুকছেন। কিন্তু কখন তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তার কোন ফুটেজ পায়নি পুলিশ ।
জানা যায়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সূত্র ধরে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল এক নামী ক্লাবের প্রাক্তন কর্মকর্তার প্রাক্তন পুত্রবধূর সঙ্গে। ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতাও তৈরি হয় জুনিয়রের। ঘটনার দিন তিনি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ফোন করেন। CID তদন্ত নিয়ে জুনিয়রের পরিবারের অসন্তোষ থাকায় তাঁরা CBI তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দেয়। ওই তদন্তেই ডাকা হয় ওই ফুটবল ক্লাবকর্তার প্রাক্তন পুত্রবধূকে।

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version