Saturday, August 23, 2025

নাড্ডার পর এবার বঙ্গে গেরুয়া ঝড় তুলতে ডিসেম্বরেই শহরে অমিত শাহ

Date:

Share post:

একুশের নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ দখলে মরিয়া গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যেই রাজ্যে বেড়েছে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরে তুলকালাম হওয়ার পর, খবর এলো এবার রাজ্য সফরে আসছেন অমিত শাহ। বঙ্গের রাজনীতির পারদ চড়িয়ে আগামী ১৯ এবং ২০ ডিসেম্বর শহরে আসছেন হেভিওয়েট ওই বিজেপির নেতা। জানা গিয়েছে, রাজ্য বিজেপির উদ্যমে যাতে কোনওরকম খামতি না থাকে তার জন্য প্রতি মাসেই ঘুরিয়ে-ফিরিয়ে রাজ্য সফরে আসবেন অমিত শাহ জেপি নাড্ডারা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, একুশের লক্ষ্যে বঙ্গ বিজেপির সংগঠনের হাল কী পর্যায়ে রয়েছে তার বিস্তারিত খোঁজখবর নিতেই অমিত শাহের এই সফর। জানা যাচ্ছে, দু দিনের এই সফরে রাজ্যের দুটি জেলায় সাংগঠনিক বৈঠক করতে পারেন অমিত শাহ। যার একটি বীরভূম। তবে দ্বিতীয় জেলা কোনটা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অমিত শাহের এই সফরে বেশ কিছু জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। পাশাপাশি রাজনৈতিক মহলের অনুমান শাহ সফরে বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূলের একাধিক অসন্তুষ্ট নেতা।

আরও পড়ুন:মোদি-শাহের গুজরাটে মহামারিতে না খেয়ে ছিলো বহু পরিবার, চাঞ্চল্যকর রিপোর্ট

অন্যদিকে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার ঘটনায় তৃণমূলকে কোণঠাসা করতে কোনওরকম কার্পণ্য করছে না গেরুয়া শিবির। অমিত শাহ টুইট করে ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন। এ ঘটনায় ইতিমধ্যে কেন্দ্রের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের কাছে। পাশাপাশি বঙ্গ দখলে মরিয়া রাজ্য গেরুয়া শিবির বিজেপির সর্বভারতীয় সভাপতির উপর এই হামলাকে রাজনৈতিক হাতিয়ার হাতিয়ার করে ফেলেছে। এই সমস্ত কিছুর মাঝেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলতে বঙ্গ সফরে অমিত শাহ।

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...