ঘন কুয়াশার জের, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের, আহত ৪

ঘন কুয়াশার কারণে ফের পথ দুর্ঘটনা। মৃত্যু হলো দু’জনের, গুরুতর আহত আরও চার জন। গতকাল গভীর রতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার রপটগঞ্জ এলাকায়। ঘন কুয়াশার কারণে বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩৩ এর চালক টোটন দে ও বছর ১৯ এর বিশ্বজিৎ সিংহের। দু’জনেরই বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার কাসিয়াড়া গ্রামে।

পুলিশ সূত্রে খবর, মুরগী বোঝাই একটি পিক আপ ভ্যান বেলিয়াতোড় থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। ওই ভ্যানে ছিলেন চালক সহ মোট ছ’জন। একটি পিক আপ ভ্যান বেলিয়াতোড় থেকে মুরগী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল চালক সমেত ছয় জন। সেই সময় সোনামুখি থানার রপটগঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে মুরগী বোঝাই পিক আপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের, আহত হয়েছেন চারজন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলি উদ্ধার করে সোনামুখী থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অত্যধিক ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা।

আরও পড়ুন-‘হ্যাকার গ্রুপ’এর বিরুদ্ধে ব্যবস্থা ফেসবুকের

Previous article‘হ্যাকার গ্রুপ’এর বিরুদ্ধে ব্যবস্থা ফেসবুকের
Next articleসাতসকালে রাজভবনের কাছে পরিত্যক্ত কারখানায় আগুন