সঙ্কটমুক্ত বুদ্ধবাবু, ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে

ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে পুরোপুরি সংকটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী । সম্ভবত আগামী সপ্তাহে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

শনিবার সকালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধবাবুর শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাইস টিউব খুলে দেওয়া হচ্ছে। ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন নেই। আ্যন্টিবায়োটিক যেমন চলছিল তা আজও চলবে। কাল রাতে ভালো ঘুম হয়েছে। সকলের সঙ্গে কথা বলেছেন। সজ্ঞানে আছেন। রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। ইউরিন ডিসচার্জ স্বাভাবিক।

আরও পড়ুন:শাহের সভার আগে শহরে ভাগবত, তেজেন্দ্র নারায়ণ সহ বহু শিল্পীর মুখোমুখি

আজ রাত্রে তাঁর শারীরিক পরীক্ষার পর নতুন করে আর কী ওষুধ দেওয়া হবে তা ভেবে দেখা হবে। সম্ভবত সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে খুঁটিয়ে পরীক্ষা করে ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন । মঙ্গলবার বাড়িতে ছেড়ে দেওয়া হতে পারে। গত 9 ডিসেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুদ্ধবাবুকে হাসপাতালে ভর্তি করানো হয়।
আপতত যত দ্রুত সম্ভব বুদ্ধবাবুকে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেওয়াই এখন চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ।

Previous articleঅনিশ্চিত হয়ে পড়ল কোচবিহার বিমানবন্দরের ভবিষ্যৎ
Next articleরাজ্য ঢেকেছে কুয়াশায়, আমেজ থাকলেও, এখনই জাঁকিয়ে শীত নয় বঙ্গে