রাজ্যে ভোটের ঢাকে কাঠি, আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন

রাজ্যে ভোটের ঢাকে কাঠি । ভোট প্রস্তুতি নিয়ে খোঁজখবর নিতে রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার (Deputy Chief Election Commissioner) সুদীপ জৈন । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে , সব ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৭ তারিখ তিনি রাজ্যে পা রাখবেন । থাকবেন ১৯ তারিখ পর্যন্ত । ১৮ তারিখ জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা । বৈঠক করতে পারেন রাজ্যের পদস্থ প্রশাসনিক কর্তাদের সঙ্গেও ।
এমনকি, রাজ্যকে তিনটি ভাগে ভাগ করে ভোট প্রস্তুতির কাজ দেখতে জেলা সফরে যেতে পারেন নির্বাচন কমিশনের কর্তারা।

আরও পড়ুন –রাজ্যজুড়ে তৃণমূলের ”বঙ্গধ্বনি যাত্রা”, রোড-শো করলেন হেভিওয়েট নেতা-মন্ত্রীরা
করোনা পরিস্থিতির মধ্যে কীভাবে ভোটগ্রহণ হবে তা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। কারণ, করোনা আবহে হয়ে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনের পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হায়, সেদিকে তীক্ষ্ম নজর থাকবে কমিশনের। ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে কি না সে নিয়েও আলোচনা হতে পারে । ইতিমধ্যেই এরাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে । এই মুহূর্তে ভোটার তালিকায় অন্তর্ভূক্তিকরণের কাজ চলছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে । চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে ১৫ জানুয়ারি । ভোটার তালিকা ইস্যুতেও আলোচনা সেরে নিতে পারেন সুদীপ জৈন। তিনি ফিরে যাওয়ার পর কয়েকদিনের মধ্যেই প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারেন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ ।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next article২০১৪ তে কংগ্রেসের ভরাডুবির দায় সোনিয়া-মনমোহনের, প্রণবের আগামী বইতে বিস্ফোরণের ইঙ্গিত