ভালো আছেন বুদ্ধবাবু, রাইলস টিউব ও ক্যাথিটার খোলা হবে আজ

প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief minister)বুদ্ধদেব ভট্টাচার্যর(Buddhadeb Bhattacharjee) শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আজ সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি ভালো আছেন। রক্তচাপ(Blodd pressure), পালস রেট (Pulse rate)এবং রক্তের প্রতিটি প্যারামিটার স্বাভাবিক। যদিও তাঁকে এখনো বাই প্যাপ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল রাত্রে ভালো ঘুমিয়েছেন। কিন্তু এখনো রাইলস টিউব খোলা হয়নি। বিকেলের পরে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে রাইলস টিউব খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে শনিবার বিকেলের পর বুদ্ধবাবু শোওয়া অবস্থা থেকে উঠে বসেছেন। নিজে নিজেই বসার চেষ্টা করছেন। বিকেলে তিনি পা ঝুলিয়ে বসে চা খেয়েছেন। তাই চিকিৎসকরা ভাবছেন তিনি যদি এইভাবে চিকিৎসায় সাড়া দেন, তাহলে তাঁর ক্যাথিটার খুলে দেওয়া হতে পারে । তিনি চিকিৎসক-নার্স সবার সঙ্গেই গল্প করেছেন । পরিচিতদের খোঁজখবর নিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, যদি বুদ্ধবাবু এইভাবে চিকিৎসায় সাড়া দেন, তাহলে সোম-মঙ্গলবার নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন-‘মমতাকে খুনও করতে পারে বিজেপি’, বিস্ফোরক অভিযোগ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের

Previous article‘ক্ষমতা থাকলে কৃষি বিল বিতর্কে যোগ দিন’, নেটিজেনদের চ্যালেঞ্জের পাল্টা দিলেন স্বরা
Next articleঅযথা জল ঘোলা করে লাভ নেই:রাজীব