কঙ্কাল কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণে সল্টলেকের বাড়িতে ফের ফরেনসিক টিম

সল্টলেকে (saltlake) অর্জুন মহিনসারিয়া কঙ্কাল কাণ্ডের তদন্তে ফের একবার ফরেনসিক দল গেল। ঘটনার প্রকৃত কারণ খুঁজতেই ফরেনসিক দলের এই হানা। কারণ, গীতা মহাসারিয়া পুলিশকে যে বয়ান দিয়েছে তাতে বলা হয়েছে, করোনার(carona) সময় করোনার কারণে অর্জুন মহাসারিয়া মারা যান বলে জানানো হয়েছে । এমনকি তার দাবি, সরকারি নির্দেশ মেনে মৃত ব্যক্তির দেহ পরিবারের হাতে হস্তান্তর করা হচ্ছিল না। সেই কারণে অর্জুন মহাসারিয়ার মৃতদেহ কে বাড়িতেই পুড়িয়ে দেওয়া হয়েছিল। ফরেনসিক টিম ঘটনার পুনর্গঠনের জন্য পৌঁছায়এবং বিধাননগর কমিশনারেটের(bidhannagar police) পুলিশও হাজির ছিল। এর পাশাপাশি গীতা মহাসারিয়ার বয়ান তদন্তের মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন কিনা সেদিকটাও নজর রেখেছে বিধান নগর কমিশনারেটের পুলিশ ।
সোমবার পিপিই কিট পড়ে পুলিশ ও ফরেনসিক টিম কিছু নমুনা সংগ্রহ করেন এবং ঠিক কিভাবে অর্জুন মাহিনসারিয়ার মৃত্যু হয়েছে সেটা পুনর্নির্মাণ করার জন্যই এ জে 226 নম্বরের বাড়িতে যান।

Previous articleমোদির জয়ধ্বনি দিয়ে বই করালেন মমতার প্রিয় ত্রিদিব
Next articleরাজ্যে ফিরতে চলেছে জাঁকিয়ে শীতের অনুভূতি