Wednesday, November 5, 2025

মালদহে সায়ন্তনকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, কর্মসূচি বাতিল করলেন বিজেপি নেতা

Date:

Share post:

এবার রাজ্য বিজেপি (BJP) সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে (Sayantan Basu) ঘিরে ধরে বিক্ষোভ-স্লোগান। যার জেরে ওল্ড মালদহের (Maldah) ধানহাটি পালপাড়ায় সায়ন্তন বসুর চায়ে পে চর্চা কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা শুরু হয়। একই জায়গায় তৃণমূলের (Trinamool Congress) পালটা কর্মসূচি নেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। বড়সড় গোলমালের আশঙ্কায় ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

যদিও শেষ পর্যন্ত বড় কোনও গোলমাল হয়নি। তবে বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে তৃণমূলের কর্মীরা স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। পরে সায়ন্তন-সহ বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা ওই এলাকা ছেড়ে বেরিয়ে যান।

বিজেপির অভিযোগ, সায়ন্তন বসুর কর্মসূচি বানচাল করার জন্য তৃণমূল ওই এলাকায় জমায়েত করেছিল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূলের দাবি, পূর্বঘোষণা কর্মসূচি অনুযায়ী তারা পার্টির কাজ করছিলেন। সেখানে সায়ন্তন বসু আসবেন সেটা তাঁরা জানতেন না। আর যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা বিজেপির অন্তর্কলহ বলেই দাবি তৃণমূলের।

উল্লেখ্য, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করে আসছে, বিজেপি বাংলায় উত্তর প্রদেশের হিংসার রাজনীতি আমদানি করছে। এবার শাসকদলের সেই অভিযোগেই যেন সিলমোহর দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বেফাঁস উস্কানিমূলক মন্তব্য করেন বিজেপি নেতা। কার্যত প্রকাশ্যে খুনের ”হুমকি” দিলেন বিজেপি নেতা। বাংলায় উত্তরপ্রদেশ (UttarPradesh) মডেল চালু করবেন।
একইসঙ্গে জেল থেকে বের হওয়ার পর গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে মারা হবে! একটি জনসভা থেকে গতকাল এমনটাই হুমকি দিলেন সায়ন্তন।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভামঞ্চ থেকে রাজ্য সায়ন্তন বসুর স্পষ্ট হুঁশিয়ারি ছিল, “বিজেপি কর্মীদের উপর যাঁরা আক্রমণ করছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না। প্রাথমিকভাবে পুলিশ ধরবে, তারপর জেল হবে। আর জেল থেকে বেরনোর পর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবেন তাঁরা।”

আরও পড়ুন-একুশের ভোটে লড়বে মিম, ওয়েসির সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্যের নেতা জামিরুল

spot_img

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...