Thursday, December 18, 2025

কাল থেকে জাঁকিয়ে শীত কলকাতায়, ১০ ডিগ্রির নীচে নামতে পারে পারদ

Date:

Share post:

শীতকাল চললেও তেমনভাবে এখনও শীত নেই কলকাতায়। আর সেই কারণেই মন খারাপ শহরবাসীর। কিন্তু মন ভালো করার খবর শোনাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির নীচে চলে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা ডঃ জি সি দাস মঙ্গলবার জানিয়েছেন, বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কমবে বলে তাঁরা আশা করছেন। কনকনে শীত পড়ার সম্ভাবনা বেশি শনি ও রবিবার। এই দফায় চার-পাঁচদিন ভালো শীতের আমেজ থাকতে পারে।

উত্তর ভারতের দিক থেকে আসা কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া সক্রিয় হলে রাজ্যে তার প্রভাব পড়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয়ের কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাত হয়। ঝঞ্ঝা সরে গিয়ে তুষারপাত বন্ধ হওয়ার পর উত্তুরে হাওয়া সক্রিয় হয়। ইতিমধ্যে উত্তুরে হাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে উত্তর ভারতে। তবে উত্তুরে হাওয়ার প্রভাব এখনও পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে পড়েনি।

আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। সেটি সরে গেলেই উত্তুরে হাওয়ার এদিকে আসার পথ খুলে যাবে। এই ঘূর্ণাবর্তটির জন্য ঝাড়খণ্ড ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির কোথাও কোথাও কিছুটা বৃষ্টিও হতে পারে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলেই তাপমাত্রা কমবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঘূর্ণাবর্তর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এই কারণে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে থাকছে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতায় এবারের শীতে এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে এসেছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে রয়েছে।

আরও পড়ুন-ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার

spot_img

Related articles

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...