তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ, দল ছাড়লেন শুভেন্দু

অবশেষে তৃণমূল কংগ্রেস (TMC )ছাড়লেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বৃহস্পতিবার, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Benarjee) চিঠি লিখে প্রাথমিক সদস্যপদ ছাড়লেন শুভেন্দু। এর আগে মন্ত্রিত্ব, বিধায়ক পদ একে একে ছাড়েন তিনি। অবশেষে দলের প্রাথমিক সদস্যপদেও ইস্তফা দেন শুভেন্দু।

আরও পড়ুন-শুভেন্দু হারিয়ে দিলেন মুকুলকে, তৎকাল বিজেপির ঠেলায় ব্যাক বেঞ্চে আদি বিজেপিরা

এখন তৃণমূলের সব পদ থেকে সরলেন তিনি। তৃণমূলনেত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রে দল ছাড়ার কোনও কারণ দেখাননি শুভেন্দু। তবে, দলে থেকে এতদিন কাজ করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

চিঠিতে শুভেন্দু লেখেন, “তিনি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছেন। অবিলম্বে যেন তাঁকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি, তিনি জানান, তাঁকে দল যে সময় দিয়েছে, চ্যালেঞ্জের মোকাবিলা করতে দিয়েছে, তার জন্য দলকে ধন্যবাদ। “দলে তিনি যে সময় কাটিয়েছেন, তা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে থাকবে।”

 

Previous articleশুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে চিঠি ধনকড়ের
Next article৫৫ বছর পর চালু হলদিবাড়ি-চিলাহাটি ট্রেন, কৃতিত্বের দাবিতে আসরে তৃণমূল-বিজেপি