অমিত শাহের ছবির তলায় রবীন্দ্রনাথ! প্রবল সমালোচনায় ব্যানার সরাল বিজেপি

রবীন্দ্রনাথ (Rabindranath) রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত (National Song) বদলের দাবি তুললেন। আর স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে শুক্রবার শান্তিনিকেতনে দেখা গেল অমিত শাহের ছবির সঙ্গে রবীন্দ্রনাথের ছবির স্কেচ। সে নিয়ে সমালোচনা শুরু হতেই তুলে নেওয়া হল ব্যনার। পিছু হঠল বিজেপি।

আরও পড়ুন : শুক্রবারই রাজ্যে অমিত শাহ, নিরাপত্তা নিয়ে ডিজিকে চিঠি CRPF-এর

রবিবার শান্তিনিকেতন আসছেন অমিত শাহ। সেই কারণে গোটা শান্তিনিকেতন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গিয়েছে। সেই ব্যানারেই অমিত শাহের ছবির তলায় রবীন্দ্রনাথের মুখের স্কেচ। লক্ষ্যণীয় অমিত শাহর ছবির নিচে রবীন্দ্রনাথের ছবি। তার নিচে আবার অনুপম হাজরার ছবি। আর ব্যানারের সৌজন্যে একটি সাংস্কৃতিক সংস্থার নাম রয়েছে।

এই ছবি সামনে আসতেই শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা কঠোর সমালোচনা শুরু করেন। এরপর দুপুরে অভিযোগ আর নিন্দার জেরে পরে তা সরিয়ে নেওয়া হয়। বিজেপির অভিযোগ, চক্রান্ত করা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস বলছে, বাংলার কৃষ্টি-সংস্কৃতি বিজেপি জানে না। বিদ্যাসাগরের পর এবার রবীন্দ্রনাথকে অপমানিত করা হল।

Previous article“সিদ্দিকি-ফারুকি-আব্বাসিরা বাংলার মাটি চেনে না”, পরোক্ষে মিমকে কটাক্ষ সিদ্দিকুল্লার
Next articleবিতর্কের মাঝেই আরও এক উপাচার্যের নাম ঘোষণা ধনকড়ের