Sunday, August 24, 2025

রাজা যেমন হবেন, তাঁর মন্ত্রী তো তেমনই হবেন। এ আর নতুন কি? সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও Narendra Modi একটি অনুষ্ঠানে মাস্ক ছাড়াই ঘুরতে দেখা গিয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গুজরাতের কচ্ছের (Kachch, Gujarat)সেই অনুষ্ঠানে তাঁকে মাস্ক (Mask) অফার করা হ’লে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।

এবার সেই পথেই হাঁটলেন অমিত শাহও (Amit Shah)। মাস্ক ছাড়াই কলকাতার এদিক ওদিক ঘুরে বেড়ালেন তিনি। বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন, সংবাদমাধ্যমের (Press Media) সঙ্গে কথা বললেন, এমনকি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাতও নাড়লেন। কিন্তু একটা জায়গাতেও তাঁর মুখে মাস্ক লক্ষ্য করা যায়নি। কথায় আছে, মানুষ দেখে না শিখলেও, ঠেকে শেখে। কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) তো সেই পথের ধার দিয়েও যান না! গত অগাস্ট মাসেই করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছিলেন তিনি। বেশ কয়েকদিন ভর্তিও ছিলেন হাসপাতালে। তা সত্ত্বেও, সফরে কোনও রকমভাবে সচেতন ছিলেন না তিনি।

শুক্রবার রাতে বিমান বিভ্রাটের কারণে শহরে দেরিতে পৌঁছন অমিত শাহ। রাত দেড়টা নাগাদ বায়ুসেনার (Indian Air Force) বিশেষ বিমানে চেপে শহরে আসেন তিনি। বিমানবন্দর থেকে বেরোনোর সময়ও, তাঁর মুখে কোনও মাস্ক ছিল না। শনিবার সকাল থেকে একে একে তিনি অংশ নেন বিভিন্ন কর্মসূচিতে। সকালে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) বাড়িতে তাঁর মূর্তিতে মাল্যদান, মহারাজদের অনুরোধে সকলের সঙ্গে চা পান… কোথাও তাঁর মুখে মাস্ক দেখা যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, সেই মাস্ক ঝুলছিল কানে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাস্ক বাধ্যতামূলক। ভাইরাস মুক্ত হওয়ার পরও কোনও ভাবেই কেউ যেন মাস্ক, স্যানিটাইজারের (Sanitizer) ব্যবহার বন্ধ না করেন। কারণ, অল্প অসাবধানতায় তিনি নিজে তো বটেই, বিপদে পড়তে পারেন আশেপাশে থাকা মানুষজন।

আরও পড়ুন : এবার বিজেপিকে বাংলা শাসনের সুযোগ দিন: অমিত শাহ

এখন প্রশ্ন উঠছে, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যদি মাস্ক পরতে এত অনীহা করেন, তবে সাধারণ মানুষ তাঁদের দেখে কি শিখবে? তবে অমিত শাহ বেখেয়ালি হলেও, মাস্ক খোলেননি তাঁর সঙ্গে থাকা লোকজন। কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaywargiya) কিংবা দিলীপ ঘোষ (Dilip Ghosh) সকলের মুখেই ছিল মাস্ক। শুধু তাঁরাই নন, উপস্থিত সকল অতিথি এবং মহারাজরাও কিন্তু যথেষ্ট সচেতন ছিলেন।

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version