নাটক তো চলছিলই, যবনিকা পতন কবে হয় সেটাই দেখার : সূর্যকান্ত

শুভেন্দু অধিকারীর(Shubhendu Adhikary) বিজেপিতে যোগদানের গোটা পর্বটিকে তীব্রভাবে কটাক্ষ করলেন প্রবীণ বাম নেতা সূর্যকান্ত মিশ্র(Surjya Kanta Mishra) । তিনি এদিন বলেন, নাটক(just drama) তো আজকের নয়। সেই কবে থেকেই নাটক চলছে। যবনিকা পতন কবে হয় সেটাই এখন দেখার। সেই সারদা নারোদা থেকে শুরু। যাদের তখন ভাগো ভাগো বলা হয়েছিল পরবর্তীকালে তাদেরই দেখা যাচ্ছে এক এক করে দল বদল করতে।
যারাই দলবদল করছে দেখা যাচ্ছে তারা দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি চাপা দিতেই দলবদল।

আরও পড়ুন : ‘ক্ষমতা থাকলে নন্দীগ্রামে জিতে দেখাক’, শুভেন্দুকে চ্যালেঞ্জ সৌগতর

সিপিএম থেকেও ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে সূর্যবাবুর বলেন, যাকে নিয়ে এই প্রশ্ন উঠেছে, দলবদল করার আগেই পার্টি তাঁকে বহিষ্কার করেছে।
বামনেতার দাবি, বিজেপি সংখ্যাগরিষ্ঠ হওয়ার স্বপ্ন দেখছে কিন্তু সেটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। নাটক চলছে এবং নাটক এখনো চলবে।

Previous article‘ক্ষমতা থাকলে নন্দীগ্রামে জিতে দেখাক’, শুভেন্দুকে চ্যালেঞ্জ সৌগতর
Next articleজানুয়ারির শুরুতেই নন্দীগ্রামে সভা করতে পারেন মমতা