শুভেন্দুকে পাত্তা দিতে নারাজ অনুব্রত

শুভেন্দু অধিকারীকে আর পাঁচজন পুরোনো তৃণমূল নেতার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। তা তাদের বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট । বিজেপি তাঁকে বেশি গুরুত্ব দিচ্ছে, প্রমাণ মিলেছে শুভেন্দুর যোগদানের দিনেই। যোগদান মঞ্চে তিনি বসেছিলেন অমিত শাহর পাশেই।

আরও পড়ুন-‘বাড়ি বাড়ি যান, ভোটার লিস্ট মেলান, দেওয়াল লিখুন’, শুভেন্দুদের নির্দেশ শাহের

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ভাই বলে সম্বোধন করেন। দল বদলের পরই অনুব্রতর এলাকায় শুভেন্দু যাওয়ার অর্থ, সরাসরি শুভেন্দু-অনুব্রত যুদ্ধ ঘোষণা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কিছুক্ষণ পরেই অমিত শাহের রোড শো তে উপস্থিত থাকার কথা শুভেন্দুর।
লড়াকু সংগঠক শুভেন্দুকে কিন্তুু বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ অনুব্রত মণ্ডল। হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন শুভেন্দু বীরভূমের সভায় আসলে তাঁর কোনও যায় আসে না। অনুব্রত বলছেন, “আগে ঢাক বাজুক।”

Previous articleনয়া রেকর্ড গড়লেন রোনাল্ডো
Next articleবিনয়-অনীত জন্মভিটেয় আজ গুরুংয়ের প্রত্যাবর্তন