বধূকে ধর্ষণের অভিযোগ মামাশ্বশুরের বিরুদ্ধে, এসপির হস্তক্ষেপ দাবি

চাকরির প্রলোভন দিয়ে গৃহবধূরকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই মামাশ্বশুরের বিরুদ্ধে। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত জানিয়েছেন। আরও অভিযোগ, পুলিশ গ্রেফতার করছে না অভিযুক্তকে। এখানেই শেষ নয, এটাও অভিযোগ যে, গৃহবধূর ও তাঁর স্বামীকে খুনের হুমকি দিচ্ছে অভিযুক্ত। তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ধর্ষিতা গৃহবধূ। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের।

ওই ধর্ষিতা গৃহবধূর অভিযোগ, মজিবুর রহমান নামে এক ব্যক্তি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এই কথা কাউকে বললে তাকে এবং তার স্বামীকে প্রাণে মেলা ফেলা হবে বলেও হুমকি দেয় অভিযুক্ত। পুলিশকে ঘটনা জানিয়েও কোনও লাভ হয়নি। তাই আজ পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানান তিনি।

আরও পড়ুন:পার্কস্ট্রিট কার্নিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই বিষয়ে ওই ধর্ষিতার আইনজীবী মৃত্যুঞ্জয় দাস জানান, চাকরির প্রলোভন দিয়ে সই বাকি আছে বলে বাড়িতে ডেকে ওই গৃহবধূকে ধর্ষণ করে তার মামাশ্বশুর। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় থানায় জানানোর পরও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আজ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন গৃহবধূ।

Previous articleপার্কস্ট্রিট কার্নিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next articleদল বদল হোক, ঘর ভাঙবেন না: জয় বন্দ্যোপাধ্যায়