অধিকারী-পরিবার ঘিরে জল্পনা তুঙ্গে, কাঁথির সভায় থাকবেন না জেলা সভাপতি শিশির

কাঁথির অধিকারী-পরিবার ঘিরে জল্পনা আরও তীব্র হচ্ছে৷

দলত্যাগী শুভেন্দু অধিকারীকে ‘বার্তা’ দিতে
বুধবার কাঁথিতে জনসভার ডাক দিয়েছে তৃণমূল৷ এই সভায় থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ আর তাৎপর্যপূর্ণভাবে দলের জেলা সভাপতি তথা শুভেন্দু অধিকারীর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারী মঙ্গলবার জানিয়ে দিলেন,
তিনি অসুস্থ, ওই সভায় যেতে পারবেন না।

গত কয়েকমাস ধরে শুভেন্দু পর পর ‘অরাজনৈতিক’ সভা করার পরেও অধিকারী পরিবারের বাকিরা নীরব ছিলেন৷ ফলে তাঁদের ঘিরেও জল্পনা তৈরি হয়। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর ওই পরিবারের বাকি তিনজন, তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারী, তমলুকের সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী এবং শুভেন্দুর ছোটভাই কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী কী করবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ সেই পরিস্থিতিতে বাকি অধিকারীদের অবস্থান যাচাই করতেই কাঁথিতে সভা করছে তৃণমূল৷ জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি অখিল গিরি জানিয়েছেন, কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে সভায় থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে৷ শিশিরবাবুকে আমন্ত্রণ জানানো হলেও বাকি দু’জনকে আলাদা করে ডাকা হয়নি।

আর এই সভাতেই থাকছেন না জেলা সভাপতি শিশির অধিকারী, বাকি দু’জন কী করবেন, এখনও জানা যায়নি৷

Previous articleবিজেপিতে যোগ দিযেছেন দলের নেতা, অফিসের দখল নিল তৃণমূল
Next articleবিজেপিতে আদি-নব্য লড়াই প্রকাশ্যে, সায়ন্তনকে শোকজ করে প্রকাশ্যে চিঠি