রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তথ্য দিয়ে ওড়ালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিজেপির (Bjp) অভিযোগ খতিয়ান দিয়ে খারিজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মঙ্গলবার, মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আত্মহত্যা হলেও বলছে রাজনৈতিক খুন। স্বামী-স্ত্রীর ঝগড়া হলেও বলছে রাজনৈতিক খুন।” খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, ২০০১ থেকে ১১ সাল পর্যন্ত ৬৬৩ জন রাজনৈতিক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। অথচ ২০১১ সালের পর থেকে সেই সংখ্যাই অনেক কমেছে।

রাজ্যের আইনশৃঙ্খলা এবং নারী নিরাপত্তার ক্রমশ অবনতি হচ্ছে বলে বারবার অভিযোগ করেছে গেরুয়া শিবির। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (Jp Nadda) কনভয়ে হামলার ঘটনার পর সেই অভিযোগ আরও জোরাল হয়। নবান্নে সাংবাদিকের মুখোমুখি হয়ে গেরুয়া শিবিরের সেই অভিযোগই খারিজ করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে এদিন ম তীব্র ভাষায় কটাক্ষ করলেন মমতা। তিনি বলেন, খারিজ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নারী নিরাপত্তা যথেষ্ট আঁটসাঁট তা বোঝাতে এ প্রসঙ্গে খতিয়ান তুলে ধরেন। এছাড়াও কলকাতাকে সবচেয়ে নিরাপদ শহর হিসাবেও দাবি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

 

Previous articleফের ধাক্কা বলিউডে, করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিং
Next articleবিজেপিতে যোগ দিযেছেন দলের নেতা, অফিসের দখল নিল তৃণমূল