আমরা কোন বিজেপি? আদি-নব সংঘাতে এবার চাঞ্চল্য গাইঘাটায়

নারদ (narada) ঘুষকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে ( suvendu adhikari) সাড়ম্বরে দলে নেওয়ার পর থেকেই বাংলায় গেরুয়া শিবিরের নীচের তলায় অসন্তোষ ছড়াচ্ছে দাবানলের মত। আদি বিজেপি (old bjp) বনাম নব্য বিজেপি (new bjp) সংঘাত (rift) দিকে দিকে বেআব্রু চেহারা নিচ্ছে। কাঁকসার (kanksa) ঘটনার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার আদি-নব্যের লড়াই দেখা গেল গাইঘাটায় (gaighata)। “আমরা কোন বিজেপি?” এই শিরোনামে পোস্টারে (poster) ছয়লাপ গাইঘাটার গোটা এলাকা। পুরনো বিজেপি কর্মীরা বলছেন, যাদের আমরা চোর বলেছিলাম, যাদের বিরুদ্ধে মানুষকে বুঝিয়েছিলাম, যাদের গুণ্ডামির বিরুদ্ধে লড়েছিলাম, তারাই আজ বিজেপির সম্পদ! পোস্টারে কোথাও লেখা চোরেরাই সম্পদ, কোথাও লেখা দুর্নীতিগ্রস্ত মন্ডল সভাপতি দূর হঠো। বিজেপির যোগদান মেলা যে মাঠে হওয়ার কথা, সেই মাঠের চারপাশেই পড়েছে পোস্টার। এতে যথেষ্ট অস্বস্তিতে বিজেপি।

আরও পড়ুন:তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক তৃণমূল (tmc) নেতা-কর্মী বিজেপিতে (bjp) যোগ দিয়েছেন। পঞ্চায়েত স্তর থেকে পুরসভা স্তর সর্বত্রই দলবদল হয়েছে। তৃণমূলের নেতাদের এভাবে বিজেপিতে অন্তর্ভুক্তি মেনে নিতে পারছেন না আদি বিজেপি কর্মীরা। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই আদি-নব্যের দ্বন্দ্ব প্রকট হয়েছে। দলের উপর বীতশ্রদ্ধ হয়ে বিজেপি ছেড়েছেন সাংসদ ও বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভাতেই আদি-নব্য সংঘাত বেধেছিল। এবার গাইঘাটাতেও দেখা গেল সেই দ্বন্দ্বের ছবি। “আমরা কোন বিজেপি” পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা গাইঘাটা। শুভেন্দু ও তার অনুগামীদের বিজেপিতে যোগদানকে কটাক্ষ করেই যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। পোস্টারের নীচেই লেখা রয়েছে ‘আদি বিজেপি’। এই নিয়ে প্রকাশ্যে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপি নেতারা। শুভেন্দুকে বিজেপিতে যোগদান করিয়ে পথ যতটা মসৃণ হবে বলে মনে করা হচ্ছিল তা হচ্ছে না। কাঁকসায় বিজেপির যোগদান সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভার মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপির দুই গোষ্ঠী। আদি ও নব্য বিজেপির লড়াইয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে। বিজেপি নেতা সায়ন্তন বসু মুখরক্ষার খাতিরে মন্তব্য করেছিলেন, দল বাড়ছে, তাই এগুলো হতেই পারে। নতুন কিছু নয়।

Previous articleতুফানগঞ্জ মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা
Next articleবাইপাসের ধারে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল