দ্বিতীয় টেস্টে নামার আগে ভারতীয় দলকে পরামর্শ স্মিথের

মেলবোর্নে দ্বিতীয় টেস্ট( Melbourne 2nd test) শুরু হওয়ার আগে ভারতীয় দলকে পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার( Australia ) ব‍্যাটসম‍্যান স্টিভ স্মিথ (Steve Smith)। একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়াকে (India) অতীত ভুলে গিয়ে সামনে তাকানোর কথা বললেন তিনি।

অ‍্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক ভাবে হারে ভারতীয় দল। সেই হার নিয়ে স্মিথ বলেন, ” ওই দিন দুর্দান্ত বল করেছিল অজি বোলাররা। যে কোন ব‍্যাটসম‍্যানদের কাছে ওই বল ফেস করা চ‍্যালেঞ্জের। গত পাঁচ বছরে এত ভাল বল করেনি টিম অস্ট্রেলিয়া।”

অস্ট্রেলিয়া কাছে ৮ উইকেটে হারের ধাক্কায় কিভাবে ঘুরে দাড়াবে ভারতী দল? সেই প্রশ্নের উত্তরের স্মিথ বলেন,” যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করতে হবে।

দ্বিতীয় টেস্ট থেকে পাওয়া যাবে না বিরাট কোহলিকে। স্ত্রী অনুষ্কা শর্মা প্রথম সন্তানের জন্ম দেবেন বছরের শুরুতেই। সেই কারনে পরের তিন টেস্ট খেলবেন না তিনি। বিরাটের না থাকাটা ভারতীয় দলের পক্ষে অনেক ক্ষতি হবে মনে করছেন স্মিথ।

আরও পড়ুন:দেশের উদ্দেশে রওনা দিলেন বিরাট কোহলি

 

Previous articleখালিস্তানপন্থীরা কতটা সক্রিয়, তদন্তে বিদেশ যেতে পারে NIA
Next articleরামনগরে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, জখম বেশ কয়েকজন