করোনার নতুন স্ট্রেন মিলল ফ্রান্সে, সিল করা হল আন্তর্জাতিক সীমানা

করোনার (Corona)নতুন স্ট্রেন (new strain) নিয়ে প্রবল আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বজুড়ে (worldwide)। রোজই কোনও না কোনো দেশে ধরা পড়ছে নতুন স্ট্রেন। ইতিমধ্যেই ইউরোপের আটটি দেশে এই স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে। নতুন স্ট্রেনের খোঁজ মিলল ফ্রান্সেও(France )। আর এই স্ট্রেনের খোঁজ মিলতেই ফ্রান্স ও ব্রিটেনের আন্তর্জাতিক সীমানা সিল করে দেওয়া হলো।

বিশেষজ্ঞরা জানিয়েছেন নতুন এই স্ট্রেনের ক্ষমতা ব্রিটেনের থেকে আলাদা। এটিও মিউটেশন ঘটিয়ে ঘটিয়ে সংক্রমণ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে নিয়েছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) (world health organization)এক রিপোর্টে জানিয়েছে এই নতুন স্ট্রেনের সংক্রমণ শুধু ফ্রান্সেই নয় ধরা পড়েছে ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়াতেও। ফলে রাতারাতি ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। যারা জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চান তাদের পরীক্ষা করে তবেই ফেরত পাঠানো হবে।

আরো পড়ুন-২১ বছরের দলের জন্য এখন লজ্জা পাচ্ছেন শুভেন্দু!

Previous articleআইএফএ সচিব পদ থেকে পদত‍্যাগ করলেন জয়দীপ মুখোপাধ‍্যায়
Next article৩০ জুন উচ্চমাধ্যমিকের পরীক্ষা না নেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর