Friday, November 14, 2025

মারা শুরু করলে ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না, ফের বেলাগাম দিলীপ

Date:

ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চায়ে পে চর্চায় গিয়ে আবার বেলাগাম মন্তব্য করে বসলেন। নিশানা রাজ্য সরকার। শনিবার সকালে বামনঘাটা চা চক্রে যান দিলীপ। সেখানে গিয়ে বলেন, “যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না।’ কার্যত এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি। পাশাপাশি দিনহাটার ঘটনায় দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘তৃণমূলের (Trinamool Congress) হারার সম্ভবনা যত বাড়ছে তত হিংস্র হচ্ছে। আরও খুন খারাপি বাড়বে। পুলিশকে পুরো নপুংসক বানিয়ে রাখা হয়েছে।’

রাজ্য সরকারকে নিশানা করার সঙ্গে সঙ্গে তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “বিজেপির কারও সার্টিফিকেট লাগবে না। উনি যাঁদের হয়ে ব্যাটিং করছেন সেটাই করুন। অমর্ত্য সেন একজন অসফল মুখ্যমন্ত্রীর কথায় প্রভাবিত হলে সেটা দুর্ভাগ্যের।”

দিলীপ আরও বলেন, “আমাকে ৪০টা কেস দিয়েছে। যার তার নামে কেস দিচ্ছে। বিজেপি (BJP) করলেই কেস। তাও চড় মারিনি। যেদিন সত্যি সত্যি মারা আরম্ভ কর শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না। সিদ্ধার্থ শঙ্করের আমল থেকে চলছে হিংসার রাজনীতি। সিপিএম যা করেছে, তৃণমূল তাই করছে। মোদীজি টাকা পাঠাচ্ছে, তৃণমূল সব খেয়ে নিচ্ছে। বিজেপি করলেই, মারধর করছে। পিসি, ভাইপোর রাজনীতি চলবে না। পঞ্চায়েত নির্বাচন হল, ভোট দিতে দেয়েনি ওরা। আমাদের লোকেদের নমিনেশন পর্যন্ত দিতে দেয়নি। বিডিওকে পর্যন্ত ঘিরে রেখেছিল। আর মুখ্যমন্ত্রী বলছে, বিজেপি ঝামেলা করছে। বিজেপি ঝামেলা শুরু করলে, আর ঘরে থাকতে পারবে না। চাষিদের জন্য কেন্দ্রীয় সরকার অনেক কিছু করেছে।
কালীঘাটে এখন প্রণামি দিতে হয়। কাটমানি কাউকে খেতে দেব না। দিদির ভাইরা, ৫টাকায় আলু কিনে, ৪৫ টাকায় বিক্রি করছে।”

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি দেওয়া বেড়ে যাচ্ছে। রোজ খবরের শিরোনামে থাকার জন্যই কি এই মন্তব্য করেন দিলীপ?

আরও পড়ুন-অনুব্রতর কুকথা: দিলীপের ‘প্যান্ট খোলা’র হুমকি

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version