কৃষি আইনের প্রতিবাদে এবার এনডিএ ছাড়ল আরএলপি

ফের ভাঙন এনডিএ (NDA) শিবিরে। কৃষি আইনের প্রতিবাদে কেন্দ্রের শাসক বিজেপির জোট ছাড়ার ঘোষণা করেছে রাজস্থানের দল আরএলপি। এনডিএ শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (RLP) প্রধান সাংসদ হনুমান বেনিওয়াল এদিন বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগের ঘোষণা করেন। কৃষি আইন বাতিলের দাবিতে এর আগে এনডিএ জোট ও কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়েছে পাঞ্জাবের শিরোমনি অাকালি দল (SAD)। ফলে কৃষি আইন নিয়ে সরকারের অভ্যন্তরেই যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে তা আবার স্পষ্ট হল।

এদিকে কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইন (farm law) প্রত্যাহারের দাবিতে এক মাস ধরে চলা বিক্ষোভের মধ্যে ৪০টি কৃষক সংগঠন ফের সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবারেই এই বৈঠক হওয়ার কথা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার অভিযোগ করেছেন, কৃষি আইন নিয়ে কৃষকদের (farmers) ভুল বোঝানো হচ্ছে। তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি রাজনৈতিক সংযোগের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে, নতুন কৃষি আইন আখেরে কৃষকদের জন্যই সর্বনাশ ডেকে আনবে। এই আইন কর্পোরেট সংস্থাগুলিকে মুনাফা করার সুযোগ তৈরি করে দিচ্ছে। পুঁজিপতিদের কাছে কৃষকদের এরপর ক্রীতদাস হয়ে থাকতে হবে। শনিবার দিল্লি ও হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে কৃষক সংগঠনগুলি পারস্পরিক আলোচনায় বসে। পরে সরকারের কাছে চিঠিতে মঙ্গলবার বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়।

আরও পড়ুন- ‘মমতার পদ চাইলে চিরে দেব, বাড়িতে ঢুকে মাইক বাজাব’, শুভেন্দুকে হুঁশিয়ারি সৌগতর

Previous article‘মমতার পদ চাইলে চিরে দেব, বাড়িতে ঢুকে মাইক বাজাব’, শুভেন্দুকে হুঁশিয়ারি সৌগতর
Next articleএক গোলে পিছিয়ে থেকেও ড্র এসসি ইস্টবেঙ্গলের, জোড়া গোল স্টেইনম‍‍্যানের