মেদিনীপুরে রাজ্যসড়ক অবরোধ আদিবাসী সংগঠনের

বিভিন্ন দাবিতে মেদিনীপুরে (Midnapur) চন্দ্রকোনা-ঘাটাল (chandrakona-ghatal)রাজ্য সড়ক অবরোধ করল আদিবাসী সংগঠন(tribal group)। সপ্তাহের শুরুতেই কাজের দিনে এইভাবে অবরোধের জেরে তৈরি হয়েছে তীব্র যানজট। ভোগান্তির শিকার সাধারণ মানুষ। কিন্তু বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড়। তাঁদের সাফ কথা দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চলবেই।

রবিবার রাত থেকে কার্যত এই অবরোধ শুরু হয়ে যায়। রীতিমতো কৃষক আন্দোলনের (protest)ধাঁচে চন্দ্রকোনা- ঘাটাল রাজ্য সড়কের ক্ষীরপাই এর তেমাথায় বিক্ষোভ শুরু করেন ভারত জাকাত মাঝি পরগণার সদস্যরা। কার বাসরে রুদ্ধ করে দেওয়া জাতীয় সড়ক।

মূলত চারটি দাবি। ১) ঘাটালে যে ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলিতে একজন করে স্থায়ী সাঁওতালি (santhali)শিক্ষক নিয়োগ করতে হবে।
২) সমস্ত সরকারি দফতরের নাম বাংলা, ইংরেজির পাশাপাশি অলচিকি হরফে লিখতে হবে।
৩) বীরসিংহে বিদ্যাসাগরের নামে মিউজিয়াম তৈরি করতে হবে।
৪) ক্ষীরপাইতে সিধু-কানহুর আবক্ষ মূর্তি স্থাপন করতে হবে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা এই দাবিগুলি জন্য লড়াই করছেন। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বহুবার আশ্বাস মিলেছে কিন্তু বাস্তবে তা কিছু হয়নি। তাই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এই বিক্ষোভকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে জেলায়।

আরো পড়ুন-দেশের প্রথম চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Previous articleকয়লা পাচারকাণ্ড: দুবাই থেকে সিবিআই-কে মেইল লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর, কিন্তু কেন?
Next articleবর্ষশেষে ছুটি কাটাতে মিলানে রাহুল, খোঁচা জারি বিজেপির