বর্ষবরণের রাতে আইন ভাঙার অভিযোগ শহরে ধৃত ৫১৯

প্রতীকী ছবি

বর্ষবরণের (New Year) রাতে আইন ভাঙার অভিযোগে কলকাতা (Kolkata) শহরে গ্রেফতার ৫০০’রও বেশি। কলকাতা পুলিশ (Kolkata) গতকাল রাত ৯টা পর্যন্ত মোট ৫১৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে বেশিরভাগকেই অভব্য আচরণের জন্য গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাস্ক না পরার জন্য ১৭৬ জন, রাস্তায় থুতু ফেলার দায়ে ১৮ জনকে ধরা হয়েছে। অভব্য আচরণের জন্য গ্রেফতার হয় ৩২৫ জন। একইসঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে দেদার বাজি ফাটল কলকাতা থেকে জেলা সর্বত্র।

আরও পড়ুন:ফাইজারের ভ্যাকসিন বৈধতা পেল ‘হু’-র

এদিকে, অন্যান্য বছর পার্ক স্ট্রিট (Park Street) এলাকায় যেমন ভিড় থাকে, তার তুলনায় এবার সেটা কম। কিন্তু ক্লাব, ডিস্কো ইত্যাদি জায়গায় বর্ষবরণের জন্য উপচে পড়ল ভিড়। নাচ-গানে নতুন বর্ষকে স্বাগত জানালেন তারা।

Previous articleফাইজারের ভ্যাকসিন বৈধতা পেল ‘হু’-র
Next articleকী বলেছিলেন তিনি? ২০২১ নিয়ে নস্ট্রাদামুসের ভবিষ্যতবাণী কি মিলবে?