ফাইজারের ভ্যাকসিন বৈধতা পেল ‘হু’-র

শেষ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকাকে জরুরিকালীন বৈধতা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।ফাইজার-বায়োএনটেকের টিকাকে ডিসেম্বরের শুরুতেই বৈধতা দিয়েছিল ব্রিটেন। সেখানেই প্রথম শুরু হয়েছিল এই টিকা প্রদানের কাজ। এর পর আমেরিকা, কানাডা-সহ বিভিন্ন দেশেও দেওয়া হয়েছে এই টিকা।
ফাইজারের টিকা নিয়ে হু-জানিয়েছে, ‘‘এটিই প্রথম টিকা যেটি জরুরিকালীন ব্যবহারের অনুমতি পেয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য সঠিক সময়ে এই টিকা পৌঁছে দেওয়া দরকার।’’ভ্যাকসিনটি মানুষকে করোনা সংক্রমণ থেকে ৯৫ শতাংশ রক্ষা করতে সক্ষম হয়েছে।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleবর্ষবরণের রাতে আইন ভাঙার অভিযোগ শহরে ধৃত ৫১৯