অবৈধ পথে ভারতে ৩ যুবতী, হাজতবাস শেষে ফিরলেন দেশে

খায়রুল আলম (ঢাকা) : পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারতে (India) গিয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি (Bangladesh) যুবতী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে তাদের বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ওই যুবতীরা দু’বছর পর্যন্ত ভারতে কারাবাসে ছিলেন বলে জানান তারা।পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারতে (India) গিয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি (Bangladesh) যুবতী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন

দেশে ফেরত আসা যুবতীরা হলেন- যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মোন্তাজ মোড়লের মেয়ে মুসলিমা খাতুন (২৭), ভোলা জেলার নুরুল ইসলামের মেয়ে শিল্পী আক্তার (২৮) ও বাগেরহাট জেলার জাকারিয়া হোসেনের মেয়ে রাবেয়া খাতুন (২৫)। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘এরা পাসপোর্ট ছাড়াই বিভিন্ন সীমান্ত পথে ভারতের মুম্বই শহরের বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়। সেখান থেকে “রেসকিউ ফাউন্ডেশন” নামে একটি সংস্থা তাদের নিয়ে এসে নিজেদের শেল্টার হোমে রাখে।’ তিনি আরও বলেন, ‘পরে দু‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর শুক্রবার বিকেলে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন-বিশ্ব ঘুরে ‘রহস্যময় বস্তু’ মনোলিথ কি এবার ভারতে! আহমেদাবাদে চাঞ্চল্য

Advt

Previous articleবিজেপিকে ‘ঠেঙিয়ে পগারপার’ করার নিদান অনুব্রতর, কী প্রতিক্রিয়া দিলীপের?
Next articleএবার কলকাতা ময়দান নিয়ে সরব হলেন বাবুল সুপ্রিয়