সৌরভের জন্য সোমবার উডল্যান্ডসে দেবী শেঠি, আলোচনা হবে বাইপাস নিয়ে

আজ, রবিবার মেডিক্যাল বুলেটিনে (Medical Buletain) চিকিৎসকরা জানিয়েছেন, রুটিন ইসিজির (ECG) রিপোর্টও নর্মাল। সৌরভের ((Saurav Ganguly) করোনারি আর্টারিতে স্টেন্ট বসেছিল গতকাল, শনিবার। এখনও দুটো আর্টারিতে সমস্যা রয়েছে। তা নিয়ে আগামীকাল, সোমবার সিদ্ধান্ত আলোচনায় বসবে উডল্যান্ডস হাসপাতালের (Woodlands Hospital) মেডিক্যাল বোর্ড (Medical Board) সেখানে থাকবেন কার্ডিয়াক সার্জন দেবী শেঠি (Debi Setty)। তাঁর তত্ত্বাবধানেই আলোচনা হবে মেডিক্যাল বোর্ডে। সেখানেই ঠিক করা হবে সৌরভের বাইপাস সার্জারির আদৌ কোনও প্রয়োজন আছে কিনা।

ইতিমধ্যেই সৌরভের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে। যার মাথায় রয়েছেন এসএসকেএম হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন সরোজ মণ্ডল। এছাড়াও রয়েছেন আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো স্বনামধন্য চিকিৎসকরা।

আরও পড়ুন:ছিল স্থায়ীভাবে থাকার শংসাপত্র, জঙ্গিদের হাতে খুন হলেন এক স্বর্ণব্যবসায়ী

আজ, রবিবার দুপুরের মেডিক্যাল বুলেটিনে ড. সপ্তর্ষি বসু জানিয়েছেন, সৌরভের পুরোপুরি সুস্থ হতে দু-তিন সপ্তাহ লাগতে পারে। তিনিও এদিন জানিয়েছিলেন, সৌরভের বাইপাস সার্জারির হয়তো প্রয়োজন হবে না। তবে চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে তা নির্ভর করছে ডাক্তার দেবীর শেঠির পরামর্শের উপর।

Advt

Previous articleছিল স্থায়ীভাবে থাকার শংসাপত্র, জঙ্গিদের হাতে খুন হলেন এক স্বর্ণব্যবসায়ী
Next article‘বর্ধমান’ বানানের দফারফা করলেন রাজ্যপাল, শুরু সমালোচনা