শুধুই প্রচার, ‘সার্জিক্যাল স্ট্রাইকে লাভ কিছুই হয়নি’, নিজের বইতে বিস্ফোরক প্রণব

দেশের রাষ্ট্রপতি(President) পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের(Pranab Mukherjee) লেখা বই ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস: ২০১২-২০১৭'(The presidential years 2012-2017) ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। সরকারের অন্দরে চলা একাধিক বিষয় নিয়ে এই বইতে সরব হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। এই বই থেকেই উঠে এলো এক বিস্ফোরক তথ্য। নিজের লেখা বইতে প্রাক্তন রাষ্ট্রপতি জানিয়েছেন, ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে চলা সার্জিক্যাল স্ট্রাইক(Surgical strike) নিয়ে এতোখানি প্রচারের কোনও প্রয়োজন ছিল না। এত বাড়তি প্রচারে কোনও লাভ হয়নি দেশের।

প্রণব মুখোপাধ্যায়ের লেখা বই ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস: ২০১২-২০১৭’তে ২০১৪ সালে ক্ষমতায় আসা মোদি সরকারের বিদেশনীতি নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হঠাৎ পাকিস্তান যাত্রার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমন্ত্রন ছাড়া তৎকালীন পাকিস্তানের(Pakistan) প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে চলে গিয়েছিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য কোনওভাবেই সঠিন নয়।’ এর পাশাপাশি ২০১৬ সালের সার্জিকাল স্ট্রাইকের বিষয়টি নিয়ম মুখ খুলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। জম্মু কাশ্মীরের উরিতে পাক জঙ্গিদের হামলায় ১৮ জন সেনা জাওয়ানের মৃত্যু হয়। সেই ঘটনার দশ দিন পর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ওপর হামলা চালায় ভারত। এ প্রসঙ্গে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ‘এটা অত্যন্ত সাধারণ একটি মিলিটারি অপারেশন। পাক আগ্রাসন দমন করতে চালানো হয়েছিল। তবে এই অভিযানকে নিয়ে ভারতীয় সেনা যেভাবে প্রচার চালিয়েছে তা কখনই উচিত ছিল না। এই বাড়তি প্রচারে আমাদের কোনও লাভ হয়নি।’

আরও পড়ুন:ফিরল নির্ভায়ার স্মৃতি: বদায়ুনে গণধর্ষিতার যৌনাঙ্গে রড, অত্যাধিক রক্তক্ষরণের মৃত্যু

এছাড়াও বইতে আরও বিস্ফোরক দাবি করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ‘২০১৮ সালে মোদি সরকারের হঠাৎ নোটবন্দি সম্পর্কে কিছু জানতেন না তিনি।’ শুধু তাই নয় নোট বন্দি প্রসঙ্গে তিনি আরো লিখেছেন, ‘যে উদ্দেশ্যে এটি চালু করা হয়েছিল সে উদ্দেশ্য পূরণ হয়নি।’

Advt

Previous articleতৃতীয় টেস্টের প্রস্তুতিতে রোহিত
Next articleবার্ড ফ্লু আতঙ্কে সতর্কতা জারি কেন্দ্রের