বহিরাগত ইস্যুতে সরব রাজ্যপাল

ভারতের মধ্যে কেউ বহিরাগত নয় বলে মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার কোলাঘাটে তিনি হলেন , এমন কোনও কাজ করা উচিত নয় যা সংবিধানের বিপরীত ভাবনার সামিল। ভারতের মধ্যে কেউ বহিরাগত নয়। সংবিধানের বিপরীত ভাবনার কোনও কাজ করা উচিত নয়।’
এদিনের সাংবাদিক বৈঠকে ঘূর্ণিঝড় প্রসঙ্গও তিনি উল্লেখ করেন। রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘আমফানের পর বিকল হয়ে গিয়েছিল রাজ্য প্রশাসন। তাঁর প্রশ্ন, ‘দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও, কেন প্রস্তুতি ছিল না রাজ্যে?’

আরও পড়ুন-এক মাসের মধ্যেই পদ পেলেন শুভেন্দু, অনুষ্ঠানিকভাবে নিলেন জুট কর্পোরেশনের দায়িত্ব
আমফানে আর্থিক সাহায্য,করোনা-মোকাবিলার বরাদ্দে দুর্নীতি হয়েছে বলে এদিন ফের তিনি সরব হন। এমনকি মুখ্যমন্ত্রীকেও তিনি নিশানা করেন ।

Previous article১৪৪ টি ওয়ার্ডে একসঙ্গে শুরু হবে কোভিডের টিকাকরণ
Next articleকেআইএফএফ: উদ্বোধনে থাকবেন শাহরুখ, জানালেন মমতা