”আপনাকে পরিষেবা দিতে পেরে আনন্দিত”, স্বাস্থ্য সাথী নিয়ে বঙ্গবাসীকে চিঠি মুখ্যমন্ত্রীর

দলের মধ্যে সাময়িক একটা অস্বস্তি তৈরি হলেও, সরকারি প্রকল্পগুলি একের পর এক বাস্তবায়ন করে চলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল (TMC) সরকার। ভোটের মুখে “দুয়ারে সরকার” (Duyare Sarkar) এবং “স্বাস্থ্য সাথী” (Swasthya Sathi) প্রকল্প রাজ্যজুড়ে সুপার হিট। রাজ্যের প্রতিটি প্রান্তে কার্ড করার জন্য শিবিরগুলিতে উপচে পড়া ভিড়। এই প্রকল্পে ১০ কোটি মানুষকে কার্ড বিলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা একুশের নির্বাচনের আগে বিরোধীদের ঘুম কেড়েছে।

এবার “স্বাস্থ্য সাথী” প্রকল্প নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। চিঠিতে তিনি লিখেছেন, “স্বাস্থ্য সাথী প্রকল্পে আপনাকে একজন উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত করতে পেরে ও প্রকল্পের অধীন পরিষেবা আপনাকে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, আগামীদিনেও এই প্রকল্পের যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করে আপনার দৈনন্দিন জীবনযাত্রার সামগ্রিক মানোন্নয়নে আরও বেশি করে সামিল হওয়ার সুযোগ পাব।”

আরও পড়ুন : অভিষেকের পাতা রাজনৈতিক ফাঁদে পা দিয়েছেন শুভেন্দু

Advt

Previous articleশুভেন্দুর শ্রদ্ধাজ্ঞাপনে শহিদ বেদী অশুদ্ধ! গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ তৃণমূলের
Next articleসম্মানীয় ব্যক্তিকে চোর অপবাদ অনুষ্কা শর্মার, কী করেছিলেন তিনি?