সংশোধিত ভোটার তালিকা প্রকাশের আগে ফের রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তৎপরতা ভোট নিয়ে তুঙ্গে। আবারও রাজ্যে তথা বাংলায় আসতে চলেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

আরও পড়ুন- জল্পনা উস্কে বিজেপি নেতা পরেশচন্দ্র দাসের ফেসবুক পোস্টে পিকে’র প্রশংসা!

নির্বাচনের প্রস্তুতি ঠিক চলছে কিনা তা দেখতেই এবং ভোটের তালিকা নিয়ে ফের পর্যালোচনা করার জন্য ১২ এবং ১৩ জানুয়ারি কলকাতায় আসবেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন(Sudeep Jain)।
করোনা আবহে ২০২০তে বিধানসভা ভোট হয়েছে বিহারে। জানা গিয়েছে যে, মে-তে নয়, এপ্রিলের শেষেই বাংলায় হবে বিধানসভা নির্বাচন। নির্বাচন দ্রুত সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতিতে ভিড় এড়িয়ে যেতে প্রয়োজনে বুথ অথবা বাড়ানো হতে পারে ভোট কেন্দ্রের সংখ্যাও, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দ্রুত হারে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজও। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ১৫ জানুয়ারি প্রকাশ করা হবে সংশোধিত ভোটারদের তালিকা। আর তার ঠিক দু’ দিন আগে আবারও বাংলা সফরে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তার উদ্দেশ্য, নির্বাচনের প্রস্তুতি ঠিক চলছে নাকি খতিয়ে দেখা এবং ভোটারদের তালিকা পর্যালোচনা করা।

Previous articleভোটে দাঁড়াতে শান্তিপুরে পদ ছাড়লেন বিজেপি নেতা
Next article“দলবদলুদের ভুলুন, সরকারের উন্নয়নকে তুলুন”, ওয়ার্কিং কমিটিকে বার্তা মমতার