শিলিগুড়িতে বামফ্রন্টের জনসংযোগ যাত্রায় অশোক

শিলিগুড়িতে (Siliguri)জনসংযোগ যাত্রা(janasangjog yatra) শুরু করল জেলা বামফ্রন্ট(CPM)। সাত দিন ধরে চলবে এই জনসংযোগ যাত্রা। বিরোধীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার'(Duare Sarkar) প্রকল্পের পাল্টা বামেদের এই জনসংযোগ যাত্রা।

শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য ( ashok Bhattacharya)জনসংযোগ যাত্রায় অংশগ্রহণ করেন। শিলিগুড়ি বিধানসভার অন্তর্ভুক্ত শিলিগুড়ি পুর নিগমের ৩৩টি ওয়ার্ডজুড়ে চলবে জনসংযোগ যাত্রা। অশোক ভট্টাচার্য বলেন, শিলিগুড়ির সাধারন মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমারা ৩৩টি ওয়ার্ডে প্রতিটি মানুষের কাছে যাব। তাদের কথা শুনব।কেন্দ্র ও রাজ্যের সরকার কিছু মানুষকে সুবিধা পাইয়ে দেবার জন্য যে ভাবে সাধারণ মানুষের সর্বনাশ ডেকে আনছে তা মানুষের কাছে তুলে ধরব। শিলিগুড়ির সাধারন মানুষ তাঁদের সত্বঃস্ফুর্ত ভাবে সাড়া দিচ্ছেন বলে তিনি জানান।

Advt

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Previous articleসভ্য সমাজের নগ্ন গ্রাম ‘স্পিলপ্লাজ’, পোশাক এখানে ‘নৈব নৈব চ’
Next articleবেনজির! ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ৪০ দিনে সুবিধা পেলেন ২ কোটির বেশি মানুষ