হৃতিক ও দীপিকার (Hrittik Roshan and deepika Padukone)অনুরাগীদের জন্য সুখবর। দু’জনে এই প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন। সৌজন্যে পরিচালক সিদ্ধার্থ আনন্দের (Sidhharth Aanand)ছবি ‘ফাইটার’। আজই প্রকাশ করা হয়েছে এই ছবির প্রথম মোশন পোস্টার।
হৃতিক নিজেই ট্যুইট করে দীপিকার বিপরীতে অভিনয় করার কথা জানিয়েছেন। দীপিকাও ট্যুইট করে এই ছবিতে অভিনয় করার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হল।’

BIGGG NEWS… HRITHIK – DEEPIKA IN #FIGHTER… #HrithikRoshan and #DeepikaPadukone teamed for the first time… Titled #Fighter… Directed by #SiddharthAnand… Produced by #SiddharthAnand’s production house Marflix… 30 Sept 2022 release. pic.twitter.com/dCDULxLbNB
— taran adarsh (@taran_adarsh) January 10, 2021
এদিকে পরিচালক সিদ্ধার্থও এই ঘটনায় যারপরনাই উত্তেজিত। এর আগে সিদ্ধার্থর ছবি ‘ওয়ার’-এ অভিনয় করেন হৃতিক । তাঁরা ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। এ প্রসঙ্গে পরিচালক বলেছেন, ‘এটা আমার জীবনের অন্যতম উত্তেজক মুহূর্ত। প্রথমবার ভারত ও সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের জন্য একসঙ্গে আমার প্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী হৃতিক ও দীপিকাকে নিয়ে কাজ করতে চলেছি। হৃতিকের সঙ্গে কাজ করা সবসময়ই স্পেশাল। ও আমাকে বিজ্ঞাপন, তারপর পরিচালক হিসেবে এবং এখন শুধু পরিচালকই না, নিজের প্রোডাকশন হাউস খুলে কাজ করতে দেখছে।’

আরও পড়ুন – দুই থেকে তিন হলেন বিরাট- অনুষ্কা
